বাংলা সিনেমার অজানা বাঙালী - হীরালাল সেন
পুরোনো বাংলার মানুষের অজানা পৃথিবীকে প্রথম দেখা বায়োস্কোপের আলোয়। মেলবোর্নের এথেনিয়াম থিয়েটারে "দ্য স্টোরি ওব কেলী গ্যাঙ্গ" প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র রূপে প্রকাশিত হলেও, বাঙালী সিনেমার দরজা আগেই খুলে দিয়েছিলেন হীরালাল সেন। বিদেশে এই ঘটনার প্রায় তিন বছর আগেই ( ১৯০২-০৩) বিদেশী ক্যমেরা যন্ত্রপাতি নিয়ে প্রথম পূর্ণাঙ্গ নাটক হাতিবাগানের স্টার থিয়েটারে পরিবেশন করেছিলেন হীরালাল। তার একবছরের মাথায় তারই 'ক্লাসিক থিয়েটারে' এই ক্যামেরাবন্দী নাটকটি দেখানো হয় যা হঠাৎই বিপ্লব-ঢেউ এনে দেয় বাংলার বায়োস্কোপ ও থিয়েটার দুনিয়ায়। বাংলা তথা ব্রিটিশ শাসিত ভারতের প্রথম সিনেমা - "আলিবাবা ও চল্লিশ চোর"।
উৎস : গুগল |
লুমিয়ের ব্রাদার্স প্রথম চলচ্চিত্র প্রদর্শন করে ভারতীয়দের চলমান চিত্র সম্পর্কে ধারণা তৈরি করে। ফটোগ্রাফিতে স্বর্ণপদক বিজেতা হীরালাল সেনের ছবি সম্পর্কে চিন্তা সব ওলট-পালট হয়ে গেল স্টার থিয়েটারে স্টিফেন্স সাহেবের সিনেমাটোগ্রাফিক ভঙ্গিতে তৈরী বায়োস্কোপ দেখে। নিজের আগ্রহ এবং চেষ্টার তাগিদে তিনি প্রথমে কোলকাতার রাস্তায় চলন্ত যানবাহনের নানান দৃশ্য ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করলেন। তখন শুধুমাত্র হাওড়া স্টেশন এবং ইডেন গার্ডেনেই বিদ্যুতের ব্যবস্থা ছিল। তিনি রবারের ব্যাগে গ্যাস জোগাড় করে লাইমলাইটের ক্রিয়েটিভ আলো তৈরী এবং তা সম্পাদনা সম্পর্কে বিশদ পরীক্ষা নিরীক্ষা করেন।
উৎস : গুগল |
তবে তার শিল্পী মহলে পরিচয় থাকলেও খ্যাতি লাভ করতে বছর কেটে গেছে। বোম্বাই সিনেমার হাওয়ার প্রথম আভাস দিয়েছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে ওরফে দাদাসাহেব ফালকে, ১৯১২ তে নিয়ে আসেন ভারতীয় সিনেমার মাইলফলক - রাজা হরিশ্চন্দ্র। তিনিই বহুকাল ভারতীয় চলচ্চিত্রের যাত্রাপথের সূত্রধর হিসাবে খ্যাত ছিলেন, হীরালাল তাঁর প্রাপ্ত স্বীকৃতি পান মৃত্যুর একশো বছরের মাথায়। তার নামে পুরস্কার, চলচ্চিত্র উৎসবের মঞ্চ তৈরি হয়। তিনি সেই সময় দাড়িয়ে বুঝিয়ে দিয়েছেন শত প্রতিকুতার মধ্যেও ফটো ও ভিডিও ক্যাপচার করে, লাইটিং ঠিক করে, যথাযথ এডিট করে সিনেমা তৈরি সম্ভব। ১৯১৭ সালে তার জীবনাবসানের সাথে তার সমস্ত ছবি ও ভিডিওর স্টক মোতিলালের রায় বাগান স্ট্রিটের বাড়ির ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ওই বছরই। তার সেই অভূতপূর্ব কাজের সামান্য নিদর্শন এখনো বাংলার আনাচেকানাচে পাওয়া যায়। বর্তমানের কঠিন প্রতিযোগিতার মঞ্চে আধুনিক পরিচালকদের কাছে হীরালাল সেন একটি বিস্ময় এবং অনুপ্রেরণা।
গতানুগতিক বিষয়কে অতিক্রম করে মাঝে মাঝে এইরকম লেখা পড়েও শান্তি 😌😌
উত্তরমুছুনwell researched, emon lekha future e aro jeno pai
উত্তরমুছুননতুন কিছু জানাতে পেরে খুব ভালো লাগলো
উত্তরমুছুন