সিনেমায় বিরল সাজ পোশাকের নজির : পরিচালক সত্যজিৎ রায়

 

Source : Pinterest

পরিচালক হওয়ার স্বপ্ন দেখা মানুষের সংখ্যা এখন গরিষ্ঠ। ভালো সিনেমা সবাই দেখছে তবে তার গঠনে যে উজ্জ্বল শিল্পের ভূমিকা রয়েছে তা অনেক কম জনই তলিয়ে লক্ষ্য করেন। 

বাংলা সিনেমাকে বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। একজন চলচ্চিত্রকার হওয়ার অর্থ যে শুধু "ইনস্ট্রাকশন" দেওয়া নয়, একই সাথে চিত্রনাট্য লেখা, দৃশ্যের অবয়ব এঁকে বর্ণনা, সিনেমার পোস্টার তৈরি, অদ্ভুত ক্যালিগ্রাফি - এই সমস্ত বহুমুখী প্রতিভারও সহাবস্থান হতে পারে তার উদাহরণস্বরূপ সুকুমার পুত্রই বিশ্ব-দর্শকদের আজও বরেণ্য। 

Film : Apur Sansar ; Source : Pinterest

তার সৃষ্টি সমস্ত চরিত্রের খুঁটিনাটি সাজের চমকও তার নিজের হাতে তৈরি। তার সিনেমা তৈরি যেন কোনো বিশিষ্ট শিল্পীর এক্সিবিশন, তার ক্যানভাস প্রতি ছবিতেই তার অনন্য শিল্প সত্ত্বার পরিচয় দিয়েছে। 

সবচেয়ে বড় কথা তার ছবির চরিত্রগুলিকে সাজিয়ে তুলতেন তিনি নিজের হাতেই। মেক আপ, কস্টিউম সমস্ত নিজের কল্পনার তুলিতে তৈরী করে জীবন্ত রূপ দিয়েছেন সত্যজিৎ । 

Source : Google

প্রত্যেক ছবিতে তিনি বিবিধ চরিত্রকে সাজিয়ে তুলতেন তিনি নিজের হাতেই। মেক আপ, কস্টিউম সমস্ত নিজের সৃষ্টি। সবচেয়ে বড় কথা গুপী বাঘা ফিরে এল, হীরক রাজার দেশে এসব সিনেমার পোশাকে খুব সূক্ষ্ম কাজ। এমন পোশাক তিনি যে ভেবেছেন তা এযুগে দাঁড়িয়ে বুঝতে পারি - কতটা পরিণত ছিল তার শিল্পগুন। 

Draft Image of costumes 
Work : Satyajit Roy ; Source : Google

Film : Samapti ; Source : Google

'সমাপ্তি' তে অপর্ণা সেনের সাজটিও হুবহু মৃন্ময়ীর মতোই হয়েছিল - নাকে ফুল, মাথায় তেল, ব্লাউজ ছাড়া গ্রামের মেয়ের মতো শাড়ি পড়া। 


Film : Shatranj Ke Khilari ; Source : Pinterest

তার পোশাক পরিচ্ছদ নিয়ে অবাধ জ্ঞান বিশ্ব পরিচালনার জগতেও বিরল। ফারুক শেখ, সঞ্জীব কুমার, সঈদ জাফরী, শাবানা আজমিকে নিয়ে তৈরি করেছিলেন 'শতরঞ্জ কে খিলাড়ি' - অপর এক মন্ত্রমুগ্ধকর ক্যানভাস। সেই দাবার আসরে সঞ্জীব কুমার আর সঈদ জাফরী - কিছু মূল্যবান পোশাকের কালেকশন দেখিয়েছিলেন এই ছবিতে। 

Film : Sonar Kella ; Source : Google

কামু মুখার্জী, সোনার কেল্লার প্যারাসাইকোলোজিস্ট। তারও একটা বহুচর্চিত শার্ট আছে। তিনিই পারতেন এমন সুন্দর অথচ অর্থপূর্ণ 'ইনপুট' দিতে, যা পরোক্ষ ভাবে দৃশ্যকেই আরও উন্নত করে। 

Film : Hirak Rajar Deshe ; Source Google

Edit : Picsart ; Film - Goopy Gyne Bagha Byne ; Source : Google

ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের হল হীরক রাজার দেশে আর গুপী গাইন বাঘা বাইনের ভূতের নাচের পোশাক। এইসব সৃষ্টি যতই আগের হোক, আজ থেকে ৫০ বছর পরও দর্শককে অবাক করবে।

A Blog by - Sreya Mukherjee 

Keep track for more interesting cinema facts and stories.... 📝✒️





মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর ভাবে আলোচনাটি পরিবেশিত হয়েছে, পোশাক নিয়েও যে তার এমন সূক্ষ বিবেচনা ও নির্দেশনা ছিলো, এবিষয়ে অজানা থাকলেও আজ তা পরিষ্কার হলো...❤️

    উত্তরমুছুন
  2. বেশ অন্যরকম একটা বিষয় , নতুনত্ব পেলাম । খুব সুন্দর পড়াশোনা আর লেখনীর মেলবন্ধন এই রচনাটি।

    উত্তরমুছুন
  3. পরে ভালো লাগলো ❤️।
    অনেককিছু জানতে পারলাম ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন