কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ : সিনেমা প্রেমের সপ্তাহ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে পার্বণ কি আর শুধু পুজো দিয়ে হয়! সারাবছর অপেক্ষার পর নন্দন চত্বর সিনেমা থিমে সেজে ওঠে। অনেক দূরের শহরগুলি থেকেও লোকেরা কোলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে আসেন। ওটা কোলকাতার একটা আলাদাই সাজ। 
সূত্র : আজতক্ বাংলা ( গুগল)  

   
 এবারের থিম ছিল বিশ্ব মেলে ছবির মেলায়' বা 'Meet the World, at the World of Cinema', যার ঈঙ্গিত বাংলা আগেই পেয়েছে যখন শহর জুড়ে বড় বড় ব্যানারে অপুর পাশে একই বেঞ্চে ফরেস্টকে, মহানায়কের মুখোমুখি জিন সেবার্গ এবং 'পথের পাঁচালী'-র ছোট্ট অপুর পাশে 'দি কিড'-র চার্লি চ্যাপলিন বসে আছেন। এক অদ্ভুত সিন ফিউশন দেখেছেন দর্শকেরা। 
সূত্র : আনন্দবাজার পত্রিকা ( গুগল) 


 ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের হাট বসে - সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং এই সমস্ত বাঙালি মুখের সাথে কিং খান শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখার্জি, মহেশ ভাট প্রমুখ তারকাদের উপস্থিতি দেখা যায়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'অভিমান'। 

 কিফ-এ এবারে নন্দন ও নজরুল তীর্থে জঁ লুক গদার -র প্রদর্শনীর আয়োজন করা হয়। তার মৃত্যু সংবাদ বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের অনেকটাই হতাশ করেছে। রবীন্দ্রনাথের গান যার ছবির অলঙ্কার সেই -তরুণ মজুমদারকেও এবারে মনে করা হয়েছে। 
সূত্র : গুগল


 ২৮তম চলচ্চিত্র উৎসবে মোট এক সপ্তাহে ৪২ টি দেশের ছবি দেখানো হয়েছে এবারে মোট পাঁচটি বিভাগে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট, ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। পরিচালক নেহা শর্মার 'নাইব্রেরম দ্য আনসেটেলড শেড’ সিনেমাটি সেরা ছবির পুরস্কার পেয়েছে সাথেই 'জানওয়াটা' (নবাপন ডেকার) এবং 'হাতের স্পর্শ' ( প্রসেনজিৎ চৌধুরী) এই ভারতীয় শর্ট ফিল্ম গুলিও পুরস্কার পেয়েছেন। সবাইকে অবাক করে দিয়েছে তাজিকিস্তানের ছবি ‘ডোভ’। ‘আপঅন এন্ট্রি’ হল একটি স্পেনীয় ছবি এবং এটিও 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কার পেয়েছে। 
সূত্র : গুগল


 সিনেমা দেখার আগ্রহ নন্দনের প্রতিটি কোনায় ফুটে উঠেছিল যখন সাতদিন জুড়ে এত দর্শকের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল রবীন্দ্রসদন চত্বর। বছর ফিরে যখন এই দিনগুলো আসে সিনেমা দেখা যাক না যাকওই দিনগুলি সবাই আনন্দ করতে কোলকাতার সেই অনন্য সাজ দেখতে সবাই ঘুরে আসেন। আবার একবছরের অপেক্ষা তবে প্রতি বছর এই সাজ ঘুরে ফিরে আসুক নন্দনের কোলে। 

মন্তব্যসমূহ