কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ : সিনেমা প্রেমের সপ্তাহ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে পার্বণ কি আর শুধু পুজো দিয়ে হয়! সারাবছর অপেক্ষার পর নন্দন চত্বর সিনেমা থিমে সেজে ওঠে। অনেক দূরের শহরগুলি থেকেও লোকেরা কোলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে আসেন। ওটা কোলকাতার একটা আলাদাই সাজ। সূত্র : আজতক্ বাংলা ( গুগল) এবারের থিম ছিল বিশ্ব মেলে ছবির মেলায়' বা 'Meet the World, at the World of Cinema', যার ঈঙ্গিত বাংলা আগেই পেয়েছে যখন শহর জুড়ে বড় বড় ব্যানারে অপুর পাশে একই বেঞ্চে ফরেস্টকে, মহানায়কের মুখোমুখি জিন সেবার্গ এবং 'পথের পাঁচালী'-র ছোট্ট অপুর পাশে 'দি কিড'-র চার্লি চ্যাপলিন বসে আছেন। এক অদ্ভুত সিন ফিউশন দেখেছেন দর্শকেরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা ( গুগল) ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের হাট বসে - সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং এই সমস্ত বাঙালি মুখের সাথে কিং খান শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখার্জি, মহেশ ভাট প্রমুখ তারকাদের উপস্থিতি দেখা যায়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'অভিমান'। কিফ-এ এবারে নন্দন ও নজরুল তীর্থে জঁ